• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়িতে চাঁদাবাজি করতে এসে অস্ত্র, গুলি ও চাঁদার রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক লংগদুতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ গুইমারায় সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-র ৪২তম মৃত্যুবার্ষিকী পালন দীঘিনালার শাহপরান: চাকরির পেছনে নয়, কৃষিতেই সফলতার স্বপ্ন রাজস্থলীতে কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল হাঁস ও মুরগী বিতরণ দেবিদ্বারে জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামি পলায়ন, একজন আটক অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিপাহি-জনতার বিপ্লব দেশপ্রেমের এক অনন্য নজির –ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

মোল্লাহাটে উপজেলার চরকুলিয়া বাজারে  জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত 

আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট, বাগেরহাট: / ২৫৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আরিফুল ইসলাম  রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চরকুলিয়া বাজারে জামায়াতে ইসলামী যুব বিভাগের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর  শনিবার  বিকাল ৫ টায় উপজেলার চরকুলিয়া মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের মধ্যে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নেই।

সমাবেশে জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম বলেন, একটি কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।  তিনি বজ্রকন্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে পরিনতি ভাল হবেনা। জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শিকদার মনিরুজ্জামান, উপজেলা শিবিরে সভাপতি হাফেজ মিসকাত হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম সিহাবসহ উপজেলা জামায়াত ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ