এফএইচ সুমন, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্ধষ্য চুরির ঘটনা ঘটে।সারোজমিনে গিয়ে দেখা যায় দুটি অফিস রুমের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করা হয়।প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি জানান বাউন্ডারি ওয়ালের উপরে তিনি দুটি ব্যাটারি দেখতে পান এবং একটি সিএনজি এসে চলে যায়।চুরির সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করা হয় ১।বিউটি আক্তার ২।সোনিয়া আক্তার ৩।রনি (১৪)।প্রত্যেকেই ফেনীর রামপুরের বাসিন্দা বলে জানান।চুরিকৃত মালামাল সাউন্ড বক্স বড় ৩টি, সোলার প্যানেল সংযোগসহ সকাল যন্ত্রপাতি,টিভি সেটআপ বক্স ২টি,টিভি রিমোট ২টি,ইনভাটার ২টি সহ অন্যান্য মালামাল।সরেজমিনে গিয়ে দেখায়ায় অফিস কক্ষে খুবই নিন্মমানের তালা ব্যবহার করা হয়। কি কি চুরি হয়েছে এ বিষয়ে প্রধান শিক্ষক জনাব মাহাবুব হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলে কি কি মালামাল ছিলো তা তিনি নিজেও জানেন না।তিনি গত প্রায় ২বছর ৬মাস যাবত প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছে। তার এই বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় দেয়। উপজেলা শিক্ষা অফিসার জনাব ইসহাক মিয়াকে ফোন করা হলে তিনি জানান যে আগামীকাল রবিবার তিনি সরোজমিনে আসবেন এবং তদন্ত করবেন।
গুইমারা থানার ওসি জনাব,এনামুল হক চৌধুরী বলেন চুরির ঘটনাটি সত্য এবং এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।