আলী আজীম, মোংলা (বাগেরহাট):
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আপনে” এ প্রদিপাদ্য নিয়ে মোংলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের শেহলাবুনিয়া থেকে কারিতাস খুলনা অঞ্চলের (SDDB) প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, ক্যাথলিক মিশনের সহকারী পালক পুরোহিত ফাদার রিপন সরদার, উপজেলার অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের প্রবীণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রবীণদের মাঝে গাছ বিতরণ করা হয়।