মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে বগাচত্তর ইউনিয়নের গাউসপুর এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পিইনে চিকিৎসা সেবার পাশাপাশি ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি ওষুধ প্রদান করা হয়।
এসময় চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্যাথোলজিস্ট মনজুরুল ইসলাম রানা, মার্কেটিং কর্মকর্তা আবু বকর,ইবনে সিনা ফার্মার মেডিকেল প্রমোশন অফিসার দিদারুল আলম প্রমূখ।
ফ্রি চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ধন্যবাদ জানান।