মো: হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)
প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি রোডের বেতছড়ি এলাকায় বেইলি ব্রিজের একটি পাট্টা খুলে গিয়ে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে হঠাৎ ব্রিজের একটি পাট্টা খুলে যায় এবং ট্রাকের চাকা সেখানে আটকে পড়ে। এতে দীঘিনালা-মাইনি-লংদু সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে উভয় দিকেই গাড়ির দীর্ঘ সারি পড়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের রক্ষণাবেক্ষণের অভাব ও সময়মতো সংস্কার না করার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ ঘটনাস্থলে পৌঁছে ব্রিজ মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত সংস্কার সম্পন্ন হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।