প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৪:৪৬ এ.এম
কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন খোকা
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে নির্বাচন দ্বিতীয় দাপে স্থগিত থাকার পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় নির্বাচন কমিশন বৈঠকে স্থগিত পৌরসভ/ইউনিয়নের আগামী ২০ শে সেপ্টেম্বরের নির্বাচনে মাত্র ১ সাপ্তাহ সামনে রেখে তুমুল প্রচারনায় হেভিওয়েট প্রার্থী অবশেষে কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাকারী বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন খোকা।
রোববার (১২ সেপ্টেম্বর) জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বরাবরে লিখিত বক্তব্যে ও সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন তিনি।
এর মধ্যদিয়ে কেন্দ্রীয় নির্দেশে বিদ্রোহী প্রার্থী দমনে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক প্রচেষ্টা সফল হলো। ফলশ্রতিতে ২০ শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ কামাল, চশমা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন খোকা বলেন, আমি আজীবন আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী৷ প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান'সহ জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে দলের বৃহৎ স্বার্থে চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাড়িয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শেখ কামালকে সমর্থন দিলাম এবং আমার সকল শুভাকাক্সক্ষীকে নৌকার প্রার্থী এডভোকেট শেখ কামালকে ২০ ই সেপ্টেম্বর,সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি৷
এদিকে নুরুল আমিন খোকা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় এডভোকেট শেখ কামাল ও
বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন এর সাপোর্টে মধ্যে বিজয়ের বেশ উল্লাস দেখা যাচ্ছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত