• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে সেনাসদস্যদের হাতে তুলে দিল জনতা

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৬৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়কালে হাতেনাতে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০১৫) বেলা ৩:৩০ এর দিকে এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম বাত্যা রাম চাকমা।

জানা যায়, বাত্যা রাম চাকমা এদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২০০০ টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিলের এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উক্ত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সেনাবাহিনী আটককৃত চাঁদাবাজকে রামগড় থানায় সোপর্দ করেছে। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশেই তিনি এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ