ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে । ভিকটিমের বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে থেকে পুলিশ তিনজনকে আটক করেছে ও একজন পলাতক রয়েছে । আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার বাসিন্দা অরুন বিকাশ রোয়াজা এর ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২),গোমতি ইউনিয়ন এর উদয় কুমার পাড়ার বাসিন্দা আনি রঞ্জন ত্রিপুরা এর ছেলে ডেটল বাবু ত্রিপুরা (১৯),রিমন ত্রিপুরা (২২)।পলাতক আসামী হলেন সুমন ত্রিপুরা (১৯)।
মাটিরাঙ্গা থানার ওসি মো তফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজাতে গিয়ে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয় । আমরা খবর পেয়ে প্রথমে ২ জনকে ও আজকে সকালে ১ জনকে মোট ৩ জনকে আটক করি । অপর একজন পলাতক রয়েছে । তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।
এদিকে অভিযুক্ত আসামীদের খাগড়াছড়ি সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চেক করে খাগড়াছড়ি শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনাল আদালতে তুলা হবে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মো তফিকুল ইসলাম।