গুইমারা উপজেলার রেনুছড়ার বাসিন্দা ভাড়ায় চালিত হাইজ চালক মরহুম রুবেল হোসেনের জানাযা-দাফনে অংশগ্রহণ ও মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খাগড়াছড়ি পার্বত্যজেলা শাখার সম্মানিত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
২৩ অক্টোবর বৃহস্পতিবার গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাযায় অংশগ্রহণ শেষে মরহুমের পরিবারকে শান্তনা দিতে রেনু ছড়াস্থ বাসায় ছুটে যান তিনি। এসময় পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান তিনি।
পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, মানুষ মরণশীল। জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে। মর্মান্তিক দূর্ঘটনায় রুবেলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তার উপর রহম করুক। তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দিক। এসময় মরহুমের বাচ্চাদের পড়াশোনাসহ যে কোন প্রয়োজনে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে জানান জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।
এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু আহমেদ, গুইমারা উপজেলা আমীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা আমিনুল ইসলাম, আবুল হোসেন বাবু, সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।