২০২৫-২০২৬ অর্থবছরে মৌসুম ভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় নানিয়ারচরে ১৮৫জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রান্তিক পর্যায়ের এসব কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত ১৮৫ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, বসতবাড়িতে চাষাবাদের জন্য ৬৫জন কৃষকের মাঝে ৭প্রকার উপসী সবজি বীজ ও ১২০জন কৃষকের মাঝে মাঠে চাষাবাদের জন্য শীতকালীন হাইব্রিড সবজি বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বসতবাড়ি ও মাঠে শীতকালীন সবজি চাষ করে কৃষকরা বাড়তি আয় করতে পারবে।
এসময় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক সহ নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।