মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া। তিনি বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দক্ষ চালক দিয়ে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দীঘিনালার পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।