• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মাটিরাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ / ২৭৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান’র সাথে মাটিরাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ ছাড়াও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল, সহ-সভাপতি মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, অর্থ সম্পাদক ছোটন চৌধুরী, প্রচার সম্পাদক কমল কৃষ্ণ দে, সদস্য আবু রাসেল সুমন এবং সদস্য মো. নুরনবী (অন্তর মাহমুদ) প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকরা তাদের লেখনী সমাজের ইতিবাচক দিক তুলে ধরে এবং অসঙ্গতিও প্রকাশ করে। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক। সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। সাংবাদিকরা অতীতের ন্যায় গঠনমূলক ও ইতিবাচক সংবাদের মাধ্যমে দিয়ে মাটিরাঙ্গার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ