মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতারা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও টি.ও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের সামনে “খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ” দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সেবা দিতে কাজ করি। কিন্তু নীতিমালার বারবার পরিবর্তনে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে। সরকারের উচিত মাঠের বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।
এসময় সংগঠনের সভাপতি সুসময় চাকমা বলেন, আমরা সরকারের অনুমোদিত আইডি কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সার বিক্রি করে আসছি। কিন্তু হঠাৎ নীতিমালা পরিবর্তনের ফলে আমাদের অনেকের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে সবাইকে টি.ও লাইসেন্স দেওয়া হোক।
বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অভিজ্ঞ খুচরা বিক্রেতাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যা কৃষকের সার প্রাপ্তিতে বিঘ্ন ঘটাতে পারে। তারা বলেন, “যারা বছরের পর বছর সৎভাবে সার বিক্রিতে নিয়োজিত, তাদের বাদ না দিয়ে বরং উৎসাহ দেওয়া উচিত।”
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও ঘোষণা দেন, দাবি পূরণ না হলে তারা জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। শেষে সংগঠনের সভাপতি সুসময় চাকমা বলেন, “আমরা কৃষকের বন্ধু, কৃষি খাতের অংশীদার। তাই আমাদের বাদ দিয়ে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। সরকার যেন দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে।”
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।