নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিয়ে অযথা তর্ক-বিতর্ক না করাই শ্রেয়। তিনি মনে করেন, পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে, তাই এটি বানচাল হলে দেশ আরও পিছিয়ে পড়বে।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, “জুলাই সনদ জাতির ঐক্যের একটি প্রতীকী দলিল। এখানে মতবিরোধের সুযোগ থাকলেও তা গঠনমূলকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কেউ যদি একে ব্যাহত করার চেষ্টা করে, তাহলে দেশ ও গণতন্ত্র দুটোই ক্ষতিগ্রস্ত হবে।”
সরকারি আইন বিভাগের প্রধান এই আইনজীবী আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে জুলাই সনদের বাস্তবায়ন হলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গণতন্ত্র আরও শক্তিশালী হবে।