সারা দেশের ন্যায়,দীর্ঘ দেড় বছর বিরতির পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ক্যাম্পাস মুখরিত হয় ‘জয় বাংলা’স্লোগানে।
রবিবার (১২ সেপ্টেম্বর)। প্রথমদিন থেকেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ার মত। করোনাকালে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডও স্থবির ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শারীরিক উপস্থিতিতে পাঠ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্লোগানেও মুখরিত হয়েছে কলেজ ক্যাম্পাস।
রবিবার বেলা ১২ টায় রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শারীরিক উপস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলছে।
সারে ১২ টায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল শুরু করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আব্দুস সালাম,সুমন কুমার রায়,ইমতিয়াজুল ইসলাম এন্তাজুল,জাহানুর আলম সোহেল, আরও উপস্থিত ছিলেন,বেলাল হুসাইন,রাসেল খান,শরীফ,আল আমিন,নাজমুল,বাবলু,রাকিব,মিল্টন,শুভ্র,রিদয়,রাহুল,শরিফুল প্রমুখ।
বক্তারা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধবাদ জানান তারা।রাজারহাট উপজেলা ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল শেষে,সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা পরিষদ কুড়িগ্রাম এর সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত