মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: “সোনালী জীবন, সুখের জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় সোনালী লাইফ পিএলসি বীমা দাবি প্রদান ও উন্নয়ন সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালখালী সেলফি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস, বিএম, পরশুরাম মেট্রো, সোনালী লাইফ পিএলসি, ফেনী। বিশেষ অতিথি ছিলেন মোঃ খোরশেদ আলম, ইউএম, মাটিরাঙ্গা মেট্রো; এবং এ.কে.এম. বদিউজ্জামান, প্রধান শিক্ষক, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ দ্বীন ইসলাম, ইউএম, সোনালী লাইফ পিএলসি, দীঘিনালা, খাগড়াছড়ি। সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম এফএ, সোনালী লাইফ পিএলসি, দীঘিনালা।
অনুষ্ঠানে ৫ বছরের মেয়াদি বীমা গ্রাহক মোঃ জুলহাস-এর দাবিকৃত অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যেকোনো স্থান থেকেই এখন সোনালী লাইফ পিএলসি-তে বীমা করা যায়। গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে মেয়াদোত্তীর্ণের পরদিনই দাবি করা অর্থ তুলতে পারেন। বর্তমানে দেশের ২৫০টি শাখা অফিসের কোনো গ্রাহকের কাছ থেকে অর্থ না পাওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তাই নিশ্চিন্তে আপনার সঞ্চয় রাখতে পারেন সোনালী লাইফ পিএলসি-তে। বক্তারা আরও বলেন, সোনালী লাইফ পিএলসি এখন বিকাশ, নগদ, রকেট ও ভিসা কার্ডসহ অনলাইনে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা দিয়েছে। মেয়াদপূর্তির অর্থও মেয়াদপূর্তির দিনেই প্রদান করা হয়।
গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পলিসি সংক্রান্ত সব তথ্য সহজেই জানতে পারেন।
এ সময় বক্তারা জানান, সোনালী লাইফ পিএলসি-র বিভিন্ন সঞ্চয় ও সুরক্ষা ভিত্তিক বীমা পরিকল্পনা রয়েছে যেমন মাসিক সঞ্চয় বীমা, প্রত্যাশিত সঞ্চয় বীমা, সুশিক্ষা বীমা, দেনমোহর বীমা, পেনশন বীমা, হজ বীমা, স্থায়ী বীমাসহ আরও নানা সুযোগের মাধ্যমে সহজে সঞ্চয় করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সোনালী লাইফ পিএলসি-র সেবার মান, নির্ভরযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টির প্রশংসা করেন।