রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। পাশাপাশি মাদক ও নেশা থেকে দূরে থাকা যায়। আজকের যুব সমাজ বিভিন্ন অনলাইন গেইমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর থেকে বাচঁতে সমাজে পাড়া ও মহল্লায় খেলাধুলা বাড়াতে হবে। স্পোর্টিং ক্লাব গুলোতে ভূমিকা নিতে হবে।
এসময় রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।