বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গতকাল ১৬ অক্টোবর দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার-৪৭/১ এস হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে চিকনপাতাঝিড়ি নামক স্থানে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় ১ লক্ষ পিস বার্মিস (মায়ানমার) এর ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ী এলাকায় দায়িত্ব পালন করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।