• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাট) প্রতিনিধি:: / ১১৪ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, নারী অধিকারকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার (CCM) দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বছরের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য ছিল—
“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন: জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং ভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ণ ও সমতার পথে এগিয়ে চলা।”

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যার সভাপতিত্বে
অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই কমিউনিটি চেইঞ্জ মেকার দলের দলপ্রধান ইসমত জাহান শিখা দিবসের ধারণাপত্র পাঠ করেন। এরপর দিবসটির তাৎপর্য ও প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে সিসিএম দলের সদস্য নীতি তালুকদার বলেন, “গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ওমেন রিসোর্স নেটওয়ার্কের সদস্য ও এনজিও সমন্বয়কারী বিজয় মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ