“সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন কর” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে উদযাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে সকালে গুইমারা উপজেলার হাজা পাড়ায় এক র্যালির বের হয়। এসময় স্থানীয় উন্নয়ন সংস্থা আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।
অনুষ্ঠানে “রাইট টু ফুড” ক্যাম্পেইন, খানি ফুড সিকিউরিটি নেটওয়ার্ক বাংলাদেশ এবং আলো-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন উন্নয়ন সংস্থা, কৃষক প্রতিনিধি, নারী সংগঠনের কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের খাদ্য, পুষ্টি ও জীবিকার নিশ্চয়তা দিতে হলে সরকারকে অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন করা প্রয়োজন। তারা আরও বলেন, খাদ্য শুধু বেঁচে থাকার উপকরণ নয়, এটি মানবাধিকারের একটি মৌলিক দিক। তাই সকল মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তাই খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে কার্যকর নীতি গ্রহণ এবং আইনগত কাঠামো প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ খুব দ্রুতই একটি টেকসই ও ক্ষুধামুক্ত দেশে পরিণত হবে।