প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:১৫ এ.এম
খাগড়াছড়িতে বাসদ নেতা টুটুল’র মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুল(৬০)এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাপমারা-ব্যাঙমারা এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে পরিচিতজনরা তার মৃতদেহ শনাক্ত করেন।
কমরেড টুটুলের ঘনিষ্ঠজন জানান, শনিবার দিনের বেলা জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধার দিকে নিজের মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।
রোববার সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে সাপমারা-ব্যাঙমারা এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় কৃষিজীবী এবং কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বাধীন বাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার একটি মেয়ে রয়েছে। ১০বছর আগে স্ত্রীর সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত