আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বধির ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে এক অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫ইং) সকাল ১০টা ৩০ মিনিটে বেলকুচি উপজেলার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ।
অবস্থান কর্মসূচি শেষে তারা বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আফরিন জাহান, এর মাধ্যমে মাননীয় উপজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে লিখিত বক্তব্য বলেন, “দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবন্ধী জনগোষ্ঠী। অথচ আজও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকারের উচিত দ্রুত তাদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”
লিখিত বক্তব্য আরও বলেন, “আমরা ভিক্ষুক নয়, কাজের সুযোগ চাই। সমাজের মূল ধারায় বেঁচে থাকার অধিকার চাই।”
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি হলো— সংস্থা ও সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য সরকারি খাসজমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ, সকল বধিরদের সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ, বধিরদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ ভাড়া) চালু, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ প্রদান, আসন্ন ঢাকায় জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা।
লিখিত বক্তব্য সরকারের প্রতি আহ্বান জানা— “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”