আবদুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকছড়ি শাখায় ঋণ গ্রহীতাদের মধ্যে খেলাপি গ্রাহকদের নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার বিকেলে ব্যাংক শাখায় ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রুবেল চৌধুরী। এছাড়াও ব্যাংক শাখার সহ-ব্যবস্থাপক সুমন দেসহ মাঠ কর্মকর্তা ও খেলাপি গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংক ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে ব্যাংক থেকে ব্যবসায়িক ও কৃষিখাতসহ বিভিন্ন খাতে ঋণ গ্রহীতাদের মধ্যে ৭৬২জন গ্রাহক ঋণ খেলাপি হয়। মোট ৫ কোটি ২৭ লাখ টাকা খেলাপি ঋণের বিপরীতে গত ৩ মাসে আদায় হয় ২ কোটি ৪৩ লাখ টাকা। অবশিষ্ট টাকা এখনো খেলাপি থেকে যাওয়ায় তা আদায়ের লক্ষ্যে খেলাপি গ্রহীতাদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় এ সভা। এ সময় গ্রাহকেরা খুব অল্প সময়ের মধ্যে খেলাপি ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।