১৫’ই অক্টোবর (বুধবার) সকাল ৭:৪৫ ঘটিকার সময় হাসের দীঘি এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশাসহ ২ জন আসামী গ্রেফতার করে বলে জানা যায়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যারের তত্ত্ববধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে অদ্য ১৫/১০/২০২৫ ইং তারিখ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ) আবুল খায়ের, এসআই/নিঃ মোঃ সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্স সহ চকরিয়া থানাধীন চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাঁসের দিঘী সেনা ক্যাম্পের এমপি চেক পোস্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামীরা হলেন শাহেনা বেগম(৪৬) খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচার (৬নং ওয়ার্ড) জহির আলীর স্ত্রী ও সৈয়দ আহমেদ এর ছেলে জহির আলী।আসামী উভয়ে সম্পর্কে স্বামী স্ত্রী বলে জানা গেছে। ২০হাজার ইয়াবার সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১টি কালো ব্যাগ , ১টি বাটন ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।