মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান::
বান্দরবান জেলার আলীকদম সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন মায়ানমার নাগরিক নিহত এবং একজন বাংলাদেশী নাগরিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুমানিক সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, এদিন সকালবেলা রামু ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ (বিপি-৫৫) থেকে পশ্চিম দিকে মায়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা জুম চাষী ছিলেন এবং তারা তাদের জুম ক্ষেত দেখতে যাচ্ছিলেন।
মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মায়ানমার নাগরিক নিহত হন এবং একজন বাংলাদেশী নাগরিক আহত হন। নিহত ব্যক্তি হচ্ছেন মেনথ্যাং (৪০), পিতা: তাংলাই, নতুনপাড়া, মায়ানমার। আহত ব্যক্তি হচ্ছেন ম্যাংসার মোরং (৩০), পিতা: শাংওয়ান, গর্জনপাড়া, ৪নং কুরুকপাতা, আলীকদম।
বিজিবি সূত্র জানায়, নিহত মায়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। আহত বাংলাদেশী নাগরিক নিজেই তার নিজ এলাকা গর্জনপাড়া চলে আসে।
কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ পাড়ায় চিকিৎসা নিচ্ছেন। এখনো হাসপাতালে আনা হয়নি। নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।