গুইমারা, খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নতুন ওয়ার্ড কমিটি গঠনের জন্য এক বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগস্ট ২০২৫, শুক্রবার গুইমারা মুসলিমপাড়ার অস্থায়ী বিএনপি কার্যালয়ে আয়োজিত এই কাউন্সিলে সর্বসম্মতভাবে মোঃ ইদ্রিসকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নবী হোসেন। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জয়নাল আবেদীন।
নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট এই ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় গতকাল, ১৩ অক্টোবর ২০২৫, সোমবার। গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কমিটি হস্তান্তর করেন গুইমারা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ দ্বীনইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাবিবউল্ল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি ওয়ার্ডে বিএনপির কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে এবং জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি দলের প্রতিটি স্তরে তৃণমূলের নেতৃত্বকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের দায়িত্ব পালনে দলের প্রতি আনুগত্য এবং জনগণের সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।