করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে ৫৪৪ দিন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মেহেরিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ছাত্রছাত্রীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সরেজমিনে মেহেরিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ'সহ সার্জিকাল মাস্ক বিতরণের পর বিদ্যালয়ে প্রথম দিনে সব শ্রেণিতে করোনায় সচেতনতা বিষয় ক্লাস নিয়েছে শিক্ষক।
উল্লেখ্য- প্রবেশ পথ'সহ বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝুলতে দেখা যায় করোনা থেকে সুরক্ষায় সরকার নির্দেশিত স্বাস্থ্য সচেতনতামূলক নানা ফেস্টুন। শ্রেণিকক্ষে দূরত্ব বজায় রেখে করা হয়েছে শিক্ষার্থীদের আসন বিন্যাস। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে কাজ করতে দেখা গেছে প্রতিষ্ঠানের শিক্ষকদের।
মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানু মিয়া বলেন,আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল খুলেছি। আগে থেকেই আমাদের সকল প্রস্তুতি ছিল। আজ শিক্ষার্থীদের পদচারণায় স্কুলের প্রাণ ফিরেছে। শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে শিক্ষার্থীদের।
সহকারী শিক্ষকা শামীমা ইয়াছমিন জানান, সরকারী নিদর্শনার পর থেকে কয়েকদিন ধরে আমরা শ্রেণিকক্ষ ও স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত সময় পার করেছি। আজ স্কুল খুলে দিয়েছে। আমাদের স্কুল প্রাণ ফিরে পেয়েছে। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা অলস সময় পার করেছিল। এখন আবার ব্যস্ততা বেড়েছে। খুব ভালো লাগছে
মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস বলেন, মহেশখালী উপজেলার সকল স্কুল-কলেজ দেড় বছর পর খোলা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সময়মতো তারা সেগুলো বাস্তবায়ন করেছে। আজ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্কুলগুলো উপজেলা নির্বাহী স্যারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করে দেখছি। এখন পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত