• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়িতে চাঁদাবাজি করতে এসে অস্ত্র, গুলি ও চাঁদার রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক লংগদুতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ গুইমারায় সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-র ৪২তম মৃত্যুবার্ষিকী পালন দীঘিনালার শাহপরান: চাকরির পেছনে নয়, কৃষিতেই সফলতার স্বপ্ন রাজস্থলীতে কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল হাঁস ও মুরগী বিতরণ দেবিদ্বারে জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামি পলায়ন, একজন আটক অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিপাহি-জনতার বিপ্লব দেশপ্রেমের এক অনন্য নজির –ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

লামায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান:: / ১৩৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫ইং) সকাল সাড়ে ৯টায় লামার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।

আরো উপস্থিত আছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ প্রমূখ।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকা পাবে। স্কুল পর্যায়ে ১৯৪ টি কেন্দ্রে ২৫৭৯৬ জন শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ১৪৩টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১০৩০৭ জন শিশুকে টিকা দেয়া হবে।
কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ও স্কুল পর্যায়ে প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরদের এ টিকা প্রদান করা হবে। স্কুল পর্যায়ে ১০দিন ও কমিউনিটি পর্যায়ে ৮দিন সরকারি ছুটি ও ইপিআই সেশন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

প্রতিকেন্দ্রে ২জন ভেকসিনেটর দায়িত্ব পালনের প্যাশাপাশি ১৮জন সহ স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যানেটারি পরিদর্শক, এনটি ইপিআই ও স্বাস্থ্য পরিদর্শক টিকা প্রদান কেন্দ্র পরিচালনা করবেন বলে জানান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানায়, তার এলাকার বেশির ভাগই দুর্গম। নদী ও পাহাড়ি পথ বেয়ে যাতায়াত করতে হয়। তাই টিকা থেকে সেখানকার শিশুরা বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্গমের সব শিশুকে টিকার আওতায় আনা সম্ভব। ৯৫% টিকা নিবন্ধন কাজ সম্পন্ন করায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলায় সর্বমোট ৩৬১০৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ টিকা নিলে শিশুরা টাইফয়েড মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আজ লামা উপজেলায় ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। তাই শতভাগ টিকা কার্যক্রম বাস্তবায়নে শিশু অভিভাবক ও শিক্ষকসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ