ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতেও সারা দেশের ন্যায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রবিবার (১২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুলাহ্, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম।
এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে। খাগড়াছড়িতে আমাদের নির্ধারিত কেন্দ্রে নয় (৯) মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। খাগড়াছড়িতে ১ লক্ষ ৬৭ হাজার ৩শ ৬৭ জন শিশু ও কিশোরদের বিনা মূল্যে ইপিআই ( টাইফয়েড জ্বরের) টিকা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য পাহাড়ের সব শিশুকে টাইফয়েড টিকার আওতায় নিয়ে আসা। কোনো শিশু ই যেন ঝরে না পরে। সেই লক্ষ্যে সকল অভিভাবকদের টাইফয়েড টিকা নেওয়ার আহ্বান জানান।