• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন রাইখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান সাজেক ভূয়াছড়িতে সেনাবাহিনীর ক্রীড়া উদ্যোগে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নানিয়ারচরে অস্ত্রসহ ইউপিডিএফের ক্যাম্প পরিচালক গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৫৬৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নানিয়ারচর সংবাদদাতা:

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের কর্ম চাকমা নামের এক সশস্ত্র সন্ত্রাসী কে আটক করা হয়েছে।

গতকাল (শনিবার, ১১ অক্টোবর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোনের আওতাধীন ১৮ মাইল এলাকার পোস্ট পরিচালক কর্ম চাকমা ওরফে নীতি চাকমা কে একটি চাইনিজ পিস্তল সহ আটক করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি ইউপিডিএফ মূল দলের সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্ম চাকমা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মহালছড়ি এলাকা হতে কুতুকছড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। এই তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোন সদর হতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল বগাছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। পরে বেলা আড়াইটায় একটি মোটর সাইকেল চেকপোস্টের দিকে আসতে থাকলে সেটিকে থামানোর চেষ্টায় ইশারা করা হয়। তৎক্ষণাত মোটর সাইকেল চালক প্রায় ১৫০ মিটার দূরে থেমে গিয়ে পিছনের দিকে ফেরার চেষ্টা করলে সাথে সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটর সাইকেল ও চালক কে আরোহীসহ আটক করে।

সেনা সূত্রে আরো জানা যায়, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে আটককৃত আরোহীকে কর্ম চাকমা হিসেবে শনাক্ত করা হয়।

এসময় ইউপিডিএফ পোস্ট পরিচালক কর্ম চাকমা কে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ পিস্তল, চাইনিজ পিস্তলের ম্যাগাজিন, ৩রাউন্ড পিস্তল এ্যামুনিশন, একটি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ১হাজার ৮শত বিরাশি টাকা উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী আরো জানায়, জিজ্ঞাসাবাদের জন্য কর্ম চাকমা ও লেলিন (চালক) চাকমা কে আটক করে নানিয়ারচর জোন হেফাজতে নেওয়া হয়। পরে ইউপিফিএফ মূল দলের এরিয়া কমান্ডার কর্ম চাকমা কে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মশিউর রহমান পিএসসি বলেন, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ