• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

রাজবাড়ীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’-এর জমকালো প্রিমিয়ার শো

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ / ১৫৫৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা  প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’ এর প্রিমিয়ার শো।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতদিয়া মনোরমা সিনেমা হলে এ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এসপি ফিল্মস ও প্রিয়া মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমায় প্রায় তিন শতাধিক দর্শক।

এ শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পী সমিতির সদস্য ও গোয়ালন্দ মঞ্চ নাট্য অভিনেতা প্রণব কুমার ঘোষ, এবং বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

চলচ্চিত্রটি রচনা করেছেন সাইফুর রহমান পারভেজ এবং পরিচালনা করেছেন এ. এইচ. ফয়সাল। মূল চরিত্রে অভিনয় করেছেন মুগ্ধ শাহরিয়ার। এছাড়া অভিনয় করেছেন সাইফুর রহমান পারভেজ, ইশা আলবিদা, শিশু শিল্পী কথা মনি, অ্যালেভিয়া অন্তরা, তুশি ইসলাম, আকরাম, সাইদুল ইসলাম, আব্দুল খালেক, এরশাদ রহমান, আজিজ মুন্সী, রিপনসহ আরও অনেকে।

ছবির পরিচালক এ. এইচ. ফয়সাল বলেন,

অভিনেতা সাইফুর রহমান পারভেজ বলেন, “চলচ্চিত্রে সমাজের অন্ধকার বাস্তবতা ও মানবিক মূল্যবোধের সংকট তুলে ধরার চেষ্টা করেছি। স্থানীয় শিল্পীদের নিয়ে এমন একটি কাজ করতে পারা আমাদের জন্য গর্বের।”

অভিনেতা মুগ্ধ শাহরিয়ার বলেন, “স্বল্প বাজেটে নির্মিত হলেও দর্শকদের ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। এ ধরনের স্থানীয় উদ্যোগ রাজবাড়ীর সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নেবে।”

প্রধান অতিথি প্রণব কুমার ঘোষ বলেন, “রাজবাড়ী ও গোয়ালন্দের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার। এই ধারাবাহিকতা বজায় থাকলে স্থানীয় চলচ্চিত্র অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

প্রিমিয়ার শো শেষে দর্শকরা নির্মাতা ও শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। করতালিতে মুখরিত পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ