রাজবাড়ীর গোয়ালন্দে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’ এর প্রিমিয়ার শো।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতদিয়া মনোরমা সিনেমা হলে এ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এসপি ফিল্মস ও প্রিয়া মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমায় প্রায় তিন শতাধিক দর্শক।
এ শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পী সমিতির সদস্য ও গোয়ালন্দ মঞ্চ নাট্য অভিনেতা প্রণব কুমার ঘোষ, এবং বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
চলচ্চিত্রটি রচনা করেছেন সাইফুর রহমান পারভেজ এবং পরিচালনা করেছেন এ. এইচ. ফয়সাল। মূল চরিত্রে অভিনয় করেছেন মুগ্ধ শাহরিয়ার। এছাড়া অভিনয় করেছেন সাইফুর রহমান পারভেজ, ইশা আলবিদা, শিশু শিল্পী কথা মনি, অ্যালেভিয়া অন্তরা, তুশি ইসলাম, আকরাম, সাইদুল ইসলাম, আব্দুল খালেক, এরশাদ রহমান, আজিজ মুন্সী, রিপনসহ আরও অনেকে।
ছবির পরিচালক এ. এইচ. ফয়সাল বলেন,
অভিনেতা সাইফুর রহমান পারভেজ বলেন, “চলচ্চিত্রে সমাজের অন্ধকার বাস্তবতা ও মানবিক মূল্যবোধের সংকট তুলে ধরার চেষ্টা করেছি। স্থানীয় শিল্পীদের নিয়ে এমন একটি কাজ করতে পারা আমাদের জন্য গর্বের।”
অভিনেতা মুগ্ধ শাহরিয়ার বলেন, “স্বল্প বাজেটে নির্মিত হলেও দর্শকদের ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। এ ধরনের স্থানীয় উদ্যোগ রাজবাড়ীর সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নেবে।”
প্রধান অতিথি প্রণব কুমার ঘোষ বলেন, “রাজবাড়ী ও গোয়ালন্দের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার। এই ধারাবাহিকতা বজায় থাকলে স্থানীয় চলচ্চিত্র অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”
প্রিমিয়ার শো শেষে দর্শকরা নির্মাতা ও শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। করতালিতে মুখরিত পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।