বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব সাহিত্য ও সংগীত অঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন স্বনামধন্য কবি, সাহিত্যিক ও গীতিকার ড. সাবরিনা রুবিন। তিনি কেবল বাংলাদেশের নয়, বরং রাশিয়া, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম ও মর্যাদার সঙ্গে কাজ করে চলেছেন।
সাহিত্য জগতে তার অবদান ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। রোমানিয়ায় অবস্থিত আন্তর্জাতিক সংগঠন মুনির মেজিয়েদ ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি কাজ করছেন নিষ্ঠার সঙ্গে।
ড. সাবরিনা রুবিন এ পর্যন্ত অর্জন করেছেন একাধিক আন্তর্জাতিক সম্মাননা—যার মধ্যে রয়েছে ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেশনাল স্ট্রিপস অনার, মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার, এবং বুড়িগঙ্গা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড সহ অসংখ্য অনলাইন ও সাহিত্য সম্মাননা।
তার সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি ইংরেজি কাব্যগ্রন্থ—“Limitless Love” এবং “Sudden Spring Again”, যা আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে। বাংলায় তার লেখা “নিষিদ্ধ নির্বাসন” বইটি পাঠকদের ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়েছে।
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে তার পাঠক-পাঠিকার সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। সম্প্রতি তিনি ভারতের বেশ কিছু কফি টেবিল বই-এর লেখায় যুক্ত হয়েছেন এবং তামিল সিনেমার বাংলা গীতিকথা রচনায়ও কাজ করছেন সফলভাবে।
তার সাহিত্যকর্মের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায়, জনপ্রিয় কবি ড. সাবরিনা রুবিন ‘রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২’ সম্মাননায় ভূষিত হয়েছেন। এই সম্মাননা দিয়েছে মোটিভেশনাল স্ট্রিপস এবং সংস্কৃতি বিভাগ, সেশেলস সরকারের মালিকানাধীন সাহিত্য জার্নাল ‘SI PAY’।
বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে সম্মাননা প্রাপকদের নাম ঘোষণা করা হয় মোটিভেশনাল স্ট্রিপসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শিজু এইচ পালিথাজেথ এবং ফোরামের পরিচালক সাব্রিনা ব্রায়ান্ট এর মাধ্যমে।
এছাড়াও তিনি পেয়েছেন Bangladesh International Fame Award (BIFA), Bangladesh Achiever’s Award সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।
সাহিত্য, সংগীত ও মানবিকতার অনন্য সমন্বয়ে ড. সাবরিনা রুবিন আজ এক অনুপ্রেরণার নাম—যিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলা ভাষার সাহিত্যিক মহিমা।