রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ সম্পাদক, সাবেক রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেব দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুল হক, বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি প্রমূখ।
ইয়েস বাংলাদেশ সংগঠনের জেলা ভলেন্টিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুদের জন্য কাজ করতে হবে। শিশুদের সুন্দর আগামী নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে বলেও জানান বক্তারা।
পরে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।