কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুরগির টিলায় পারিবারিক কলহ ও প্রেম গঠিত কারণে গলায় ফাঁস লাগিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার(১৫) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯অক্টোবর) রাত সাড়ে আটটায় সে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং এর সাথে আত্মহত্যা করে বলে জানান খাদিজার পিতা ফার্নিচার মিস্ত্রি মো.রুবেল।
তিনি জানান,মেয়ের সাথে অন্য একটি ছেলের সাথে প্রেমের সর্ম্পক ছিল। আমরা সেখানে রাজি ছিলাম না।মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়ার জন্য আমরা পারিবারিকভাবে কথা বলি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জন্য সে আত্মহত্যা করে।
তিনি আরোও জানান, আমার স্ত্রী অন্য বাসায় জ্বিয়ের কাজ এবং আমি ফার্নিচার মিস্ত্রি’র কাজ করি।বাসায় কেউ ছিলো না। কেমনে কি হল আমি জানিনা। মেয়ের প্রেম গঠিত বিষয়ে এলাকার কিছু লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করায় আত্নসম্মানে লাগে। তাই মেয়ে আত্মহত্যা করেছে।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,কাপ্তাই থানা পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করলে আসল রহস্য বের হবে।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমি সহ পুলিশ সদস্যরা উপস্থিত আছি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।