মহেশখালী উপজেলায় দ্বিতীয় দাপে স্থগিতের পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আসন্ন ২০ শে সেপ্টেম্বর সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধিমালা ও মত বিনিময় সভা শনিবার (১১ই সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় বাংলাদেশ নির্বাচন কমিশন মহেশখালী উপজেলার আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক, মোহাম্মদ মামুনুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার(মহেশখালী সার্কেল) মোহাম্মদ জাহেদুল ইসলাম, মহেশখালী থানার (ভারপ্রাপ্ত)ওসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই এবং মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈম'সহ রির্টানিং অফিসা বিনিময় সভায় আগামী নির্বাচনে মেয়র ও কাউন্সিলসহ ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের উপস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার প্রতি সকলকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়। উল্লেখ্য, আগামী ২০ শে সেপ্টেম্বর মহেশখালী উপজেলাসহ দেশের ৯টি পৌরসভা ও ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভা শেষে কক্সবাজার জেলা প্রশাসক, মোহাম্মদ মামুনুর রশীদ মহেশখালী উপজেলায় বাবু দিঘী পাড়ে উপজেলা নির্বাহী অফিসারের
পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত আগুনের পরশমণি চত্বর এর শুভ উদ্বোধন করবেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত