ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৯ দিন ব্যাপী সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদরস্ত সিঙ্গিনালা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত রাঙ্গামাটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ধর্মীয় ও আত্মসামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম -২য় পর্যায় (২য় সংশোধিত) রাঙ্গামাটি আঞ্চলের আয়োজনে খাগড়াছড়ি জেলায় ৯ দিন ব্যাপী সেবাইতদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ৯ দিন ব্যাপী সেবাইতদের এ ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনারা সমাজের দর্পন হিসেবে কাজ করবেন। সমাজে সুশিক্ষা বিস্তারের পাশাপাশি ন্যায় পরায়ণ কাজ কর্মে উদ্বুদ্ধ করে তরুণ প্রজন্মদের মাদক দূরে থেকে বিভিন্ন রাস্ট্ররিরোধী কার্যকলাপ দূরে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টি পরিমল কান্তি শীল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস, ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিক মজুমদার।