মো. হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::
খাগড়াছড়ির গুইমারা এলাকায় পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও তিন যুবক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাবুছড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, সম্প্রতি গুইমারা উপজেলার পাহাড়ি গ্রামে দুর্বৃত্তদের হামলায় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনজন নিরীহ পাহাড়ি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ সময় এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।