মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের অভিযানে সারোয়াতলী সিজক মুখ নামক এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
গতকাল ৮ (অক্টোবর) সন্ধ্যা ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায় ,সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মল এর নেতৃত্বে , একটি বিশেষ অপারেশন দল অভিযান পরিচালনা করে বস্তা বন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
বিশ্বস্ত সুত্রে আরো জানা যায়, উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারি গ্রুপ বাঘাইছড়ি,মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।