• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

সাপের কামড়ে আক্রান্তের পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন দ্রুত পদক্ষেপে প্রাণে বাঁচলেন জানিয়া ত্রিপুরা

এফএইচ সুমন গুইমারা প্রতিনিধিঃ / ১৮৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এফএইচ সুমন গুইমারা প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত একজন সাধারণ মানুষের জীবন রক্ষায় আবারও মানবিকতার অনন্য নজির স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। গত ৮ই অক্টোবর ২০২৫ তারিখে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তিকে দ্রুততম সময়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে সিন্দুকছড়ি জোন। সেনাবাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলেই প্রাণে বেঁচে গেলেন মহাজন কারবারি পাড়ার ওই বাসিন্দা।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে গুইমারা উপজেলার ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের মহাজন কারবারি পাড়ার বাসিন্দা জানিয়া চন্দ্র ত্রিপুরা (৫৮) তাঁর ফসলের ক্ষেত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ঘাসের ভেতর থেকে বেরিয়ে আসা একটি গ্রিন ভাইপার (বিষধর) সাপ তাঁকে দংশন করে। তিনি দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর এলাকার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সিন্দুকছড়ি জোনকে খবর দেন।
খবর পাওয়ার সাথে সাথেই মানবিক সহায়তায় দ্রুত সাড়া দেয় সিন্দুকছড়ি জোন। টহল দলের সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং আশু চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায়, সিন্দুকছড়ি জোন নিজেদের অর্থায়নে গাড়ি ভাড়া করে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, “শুধু পাহাড়ি বা বাঙালি নয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সাধারণ মানুষের পাশে যেকোনো সংকটে সেনাবাহিনী পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পাহাড়ের শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ক্লান্তিহীনভাবে নিরলস কাজ করে যাচ্ছে।”

সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ ও আর্থিক সহায়তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাদের মতে, সেনাবাহিনীর সময়মতো হস্তক্ষেপে আজ একজন মানুষের জীবন রক্ষা সম্ভব হলো। সিন্দুকছড়ি জোন উক্ত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ