মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)::
রাঙ্গামাটির লংগদুতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত জি, এস এস এম ফরহাদ এর আগমনে লংগদুবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ অক্টোবর (বুধবার) বিকাল তিনটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও মাইনীমুখ হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ এর যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)র জিএস এস এম ফরহাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ডাকসু’র নব নির্বাচিত জিএস এস এম ফরহাদ এর গর্বিত পিতা হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি শহীদুল ইসলাম শাফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ আবদুল মতিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ প্রেক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খানস, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ঢাবির ছাত্র সংসদের জি এস কে ফুল দিয়ে বরণ করে নেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।