বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নস্থ বাঘাইহাট জোনের অধীনস্থ বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোনের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বাঘাইহাট জোন এলাকার আওতাধীন বৌদ্ধ বিহারে (কঠিন চীবর দান) ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম(বার), পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন জোনের টুআইসি মেজর নাহিদ বিন হফিজ, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান, লেঃ দেওয়ান ফয়সাল, মা: ওয়া: অফি: মোহাম্মদ মোকছুদ আলম খন্দকার।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, ০৫ নং ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা, ০৬ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা সহ বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ সভাপতি মো: শওকত আলী, মোঃ রায়হান আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ আনোয়ার (ছোট), পিসি ইসমাইল, আব্দুর রহিম ও শান্তি কাউন্টারের ম্যানেজার জসীম উদ্দিন।