নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন হাসপাতালে ছুটে যান। তার সঙ্গে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন আহত আব্দুর রব রাজার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।