মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আসন্ন কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, এবং কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা।
এছাড়া সভায় দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কঠিন চীবরদান বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন,
কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করতে হবে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে আছে। তিনি উৎসবকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।