মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)::
রাঙামাটির লংগদু মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রপ্রয়োজনীয়তি মসজিদের ছাদের একটি অংশে কংক্রিট খসে পড়ে ভেতরের ইটের গাঁথুনি বেরিয়ে এসেছে, যা নির্মাণকাজে গুরুতর অনিয়মের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ করেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদের ছাদে ঢালাইয়ের সময় রড ও সিমেন্ট ব্যবহার করা হয়নি। ঢালাইয়ের পুরুত্বও ৬ ইঞ্চি ধরা থাকলেও সে কোয়ালিটি ম্যান্টেন করা হয়নি, ফ্লোর ৪ থেকে ৬ ইঞ্চি উচু-নিচু রয়েছে। সিলেকশন বালুর ব্যবহারের নিয়ম থাকলেও তা ব্যবহার হচ্ছে না।
এছাড়াও কাজে ধীরগতিসহ বিভিন্ন অনিয়ম চোখে পড়ার মত। এ অনিয়মের ব্যাপারে স্থানীরা বিভিন্ন সময় প্রতিবাদ করলেও কোন কাজে আসেনি।
ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশের কাছে অনিয়মের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন ফানডেশন হতে দ্বিতীয় তলা আমি আসার আগে হয়েছে তাই এব্যাপারে আমি জানিনা। তবে তৃতীয় তলা উপরের অংশ আমি করতেছি যদি ওখানো কোন সমস্যা হয়ে থাকে সেটা আমি দায় নিব। তার কথামত এলাকার কয়েকজনসহ গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে আরো বেশি অনিয়ম পরিলক্ষিত হয়। তখন পলাশকে প্রশ্ন করা হলে তিনি মিস্ত্রিদের উপর দায় চাপিয়ে দেন।
অনিয়মের ব্যাপারে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শর্মী চাকমা জানান ঢালাইয়ের সময় আমাদের একজন প্রকৌশলী থেকে পর্যবেক্ষন করেন। এছাড়াও আপনাদের কথা শুনলাম আমরা তদন্ত করে বিষয়টি দেখে ব্যবস্থা নিব।
এসব অনিয়মের ব্যপারে ঠিকাদার মোঃ সেলিম উল্টো এলাকা বাসীর উপর দোষ চাপিয়ে দিয়ে বার বার অভিযোগের কারণে কাজে ধীর গতি হয়েছে। তিনি সকল অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন আপনারা কাজ তদারকি করার জন্য একজন লোক দিতে পারেন।