
খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজী ইসমাইল মার্কেটে গতরাতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন প্রথমে একটি দোকান থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অল্প সময়ের মধ্যেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে কোনো মালামালই বের করতে পারেননি। স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে গুইমারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দোকান মালিক মো. আলম বলেন, “রাত একটা নাগাদ হঠাৎ করে লোকজন চিৎকার করতে থাকে আগুন আগুন বলে। দোকানে দৌড়ে আসার পর দেখি সব শেষ। কিছুই বাঁচাতে পারিনি।”
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে।