আনোয়ার হোসেন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি::
পানছড়ি উপজেলার এক নিঃস্ব ও এতিম যুবক কৃষ্ণ ত্রিপুরার জীবনে নতুন আশার আলো জ্বালাল উপজেলা যুবদল। বহু বছর আগে পিতা-মাতাকে হারিয়ে একাকী জীবনযাপন করা কৃষ্ণ দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কৃষিকাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করলেও নিজের মাথা গোঁজার মতো একটি ঘর না থাকায় সামাজিক জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তাকে। এমনকি এই কারণেই অনেকে তাকে মেয়ে বিয়ে দিতেও রাজি ছিলেন না।
এই করুণ বাস্তবতায় মানবিক উদ্যোগ নিয়ে কৃষ্ণ ত্রিপুরার পাশে দাঁড়ায় পানছড়ি উপজেলা যুবদল। জননেতা ওয়াদুদ ভুইয়া নির্দেশে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয় এবং জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার, সদস্য সচিব মোঃ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এই উদ্যোগ সম্পর্কে জননেতা *ওয়াদুদ ভুইয়া* বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রথম দায়িত্ব। অসহায় কৃষ্ণ ত্রিপুরার পাশে দাঁড়িয়ে আমরা মানবতার রাজনীতি করার অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে নিলাম।”
পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি *জনাব বেলাল হোসেন* বলেন, “একটি রাজনৈতিক সংগঠনের শক্তি কেবল আন্দোলন-সংগ্রামে নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আজ যুবদল সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে।”
উপজেলা যুবদলের আহ্বায়ক *মোঃ আফছার* তার বক্তব্যে বলেন, “কৃষ্ণ ত্রিপুরার মুখে হাসি দেখতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাই।”
সদস্য সচিব *মোঃ সেলিম* বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের সেবায় নিবেদিত একটি পরিবার। ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”
কৃষ্ণ ত্রিপুরার চোখেমুখে এখন নতুন জীবনের আশার ঝলক। যুবদলের সহযোগিতা তার কাছে শুধু একটি ঘর নয়, এটি জীবনের নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত