খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২ অক্টোবর, বৃহস্পতিবার, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
পরিদর্শনের আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও, তিনি জানান, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া-র পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
রিজিয়ন কমান্ডার রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো ধরণের অপপ্রচার বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন।
তিনি আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত