কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন - অষ্টমীরচর ইউনিয়নের মধ্যবাশপাতার এলাকার মো. তমছর মোল্যার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে সোনা মিয়া।
জানা যায়, দুপুর ৩টার দিকে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার পাট ধোয়ার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে বজ্রপাতের ঘটনায় তিনজন দিনমজুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের নৌকাযোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর হোসেন (২৮) ও সোনা মিয়াকে (৩৫) মৃত ঘোষণা করেন।অপরজনকে উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদকে (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টমীরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারা যাওয়া দুজন অষ্টমীরচর এলাকার এবং ঘটনাটি ঘটেছে নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত