বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে ইসলামপুর ক্রিকেট ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জ্জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, সাবেক ছাত্রনেতা ও আইনজীবী এডভোকেট মামুন ভুঁইয়া, ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িঘাট ফুটবল একাডেমী বনাম বেতছড়ি তালুকদার পাড়া স্পোটিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩/০ গোলে বুড়িঘাট ফুটবল একাডেমী জয়লাভ করে।
মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাব, একতা ক্লাব, সূর্যোদয় ক্লাব, মামু ভাগিনা ক্লাব, নানিয়ারচর গোল্ডেন একাদশ, নানিয়ারচর অসহায় ক্লাবসহ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি দল অংশগ্রহণ করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত