রাঙামাটির লংগদুতে পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোকর্যালী দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১.০০ টায় শোকর্যালীটি লংগদু উপজেলা পরিষদ মাঠ হতে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, নিহতদের গণকবরের সামনে এসে নিহতদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।
পরে উপজেলা মাঠের একপাশে শোকসভা অনুষ্ঠিত হয়।পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, র,সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইন্জিনিয়ার আলকাছ আল মামুুন ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা নাগরিক পরিষদের সভাপতি সালমা আহমেদ মৌ, পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ির জেলা আহবায়ক মো:সুমন হোসেন, নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সহ-সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-সম্পাদক এবিএস মামুন ছাত্রপরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ইব্রাহিম খলিলসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা নিম্নের দাবীগুলো বাস্তবতানের জন্য সরকারের নিকট জোর দাবি জনান।
১।পাকুয়াখালী গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রামের সকল হত্যারকান্ডের বিচার করতে হবে।
২।১৯৯৬ সালের সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যায় নিহতদের পরিবারদেরকে পূর্ণবাসন করতে হবে।
৩।নিহতদের পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী চাকরির দিতে হবে।
৪। পার্বত্য চট্টগ্রাম থেকে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
৫।পার্বত্য বাঙালিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
৬।পার্বত্য চট্টগ্রামে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনে সমান সংখ্যক সদস্য নিয়োগ করে ভুমি কমিশন পূর্ণঘঠন করতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত